আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পেরে নজরুল (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী মোল্লাপাড়া গ্রামে রোববার দিবাগত রাতে। নিহত নজরুল ওই গ্রামের মনিরের ছেলে ।
নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম জানান, নজরুল কয়েকদিন আগে বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ তোলেন। সোমবার ছিল তার একটি অফিসের কিস্তির তারিখ। কিন্তু কিছুতেই কিস্তির টাকা জোগাড় করতে না পারলে রোববার দিন তার স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ী চলে যায়। এই সুযোগে রোববার দিবাগত রাতের কোন এক সময়ে নজরুল নিজ ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
সোমবার সকাল ১০টা বেজে গেলেও নজরুলের ঘরের দরজা বন্ধ দেখে বাড়ীর লোকজন ডাকাডাকি করে। এ সময় তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় তারা।
সঙ্গে সঙ্গে পুলিশ কে সংবাদ দিলে পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করে।









Discussion about this post