আড়াইহাজারের দক্ষিন পাড়ায় ব্যাটারী চোর সন্দেহে বাছেদ (৩১) নামে এক যুবককে পিটিয়ে অমানুষিক নির্যাতন করে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এবং তার সহযোগীরা। আহত বাছেদ উপজেলার দক্ষিনপাড়া গ্রামের ইয়ানুছ মুন্সির ছেলে।
জানাযায়, বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ভোর ৬ টার দিকে আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের সাবেক জি,এস সাইফুল ইসলাম ওই গ্রামের অজিৎ এর ছেলে অপু কে দিয়ে বাছেদকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাইফুলের মামা জহিরুলের বাড়িতে ।
ওই বাড়িতে নিয়ে রিকসার ব্যাটারী চোর সন্দেহে বাছেদকে রশি দিয়ে বেধে জরিমানা বাবদ ৪ লাখ টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা জানাইলে সাইফুল, অপু, আরিফ এবং কামরুল তাকে লোহার রড দিয়ে মেরে তার উপর অমানুষিক নির্যাতন চালায়। এমনকি তারা বাছেদের আঙ্গুল প্লাস দিয়ে চেপে ধরে জখম করে। তাদের অমানুষিক নির্যাতনে বাছেদের সমস্ত দেহ ফুলে যায়। পরে এলাকার লোকজনের সহায়তায় স্বজনরা বাছেদকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। আহত বাছেন নির্মাণ শ্রমিকের কাজ করে বলে জানা গেছে।
এমন ঘটনা ছাড়াও ছাত্রলীগের নাম ব্যবহার করে সাইফুল, অপু, আরিফ এবং কামরুল চক্র বিচার শালিশীর নাম করে নানাভাবে টর্চার করার ঘটনায় ব্যাপক সমালোচনা রয়েছে এলাকাজুড়ে।
এ ব্যপারে বাছেদ বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধায় ৪ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) সালেহ আহমেদ জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চলছে।
এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে, মামলা না করার জন্য অভিযুক্তরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।









Discussion about this post