মোঃ শাহজাহান কবির,
আড়াইহাজার প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে ফাহাদ নামে ৬ বছরের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের খাল থেকে শিশুর লাশ উদ্ধার করে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।
নিহত ফাহাদ ওই গ্রামের শাহাজালালের ছেলে।
স্বজনরা জানায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধায় বাড়ি থেকে নিখোঁজ হয় ফাহাদ তাকে অনেক খোজাখুজি করেও কোথায় খুঁজে পাওয়া যায়নি।।
পরের দিন বাড়ির পাশেই খালের পানিতে মৃত ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়।
গোপালদী তদন্ত কেন্দ্রের এস,আই এম-এ খালেক জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ৯ টায় লাশটি উদ্ধার করি।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কতৃপক্ষের অনুমতি ক্রমে লাশটি বিনা ময়না তদন্তে হস্তান্তর করি।









Discussion about this post