আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার দিবাগত রাতে পৃথক সময়ে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন পুরুষ ও অপর এক জন মহিলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ভুলতা- বিশনন্দী সড়কের বগাদী সিডি বাজারের কাছে আবু তালেব (৩৪) নামে এক হোন্ডারোহীকে চাপা দেয় অজ্ঞাত একটি ড্রাম ট্রাক। ঘটনা স্থলেই হোন্ডারোহী আবু তালেব মারা যায়। ঘাতক ড্রাম প্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সজনদের কাছে হস্তান্তর করেছে। নিহত আবু তালেব উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতীপাড়া গ্রামের রহমত আলী ছেলে। তার ৪টি সন্তান রয়েছে বলে জানা গেছে।
অপর দিকে একই দিন দিবাগত রাতের কোনও এক সময়ে মদনপুর – নরসিংদী সড়কের মারুয়াদী এলাকায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক মহিলার মৃত্যু হয়। আড়াইহাজার থানা পুলিশ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।









Discussion about this post