করোনা ভাইরাসের আতংকে সারা বিশ্ববাসী যখন জুবুথুবু অবস্থা । এমন অবস্থায়ও সাবেক এক মেম্বার সরকারী মাটি চুরি করে তা বিক্রি করে যাচ্ছিলো । এমন ঘটনায় আড়াইহাজারের সমালোচনা করে অনেকেই বলেছেন, এমন চোর দেশে অনেক রয়েছে । যাদের চুরি ছাড়া আর কোন কিছুই মাথায় থাকে না । এরা এই সমাজে বসবাস করে কি করে ?
মোঃ আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে সরকারী মাটি কাটার অভিযোগ জালাল উদ্দিন স্বপন নামের সাবেক এক ইউপি সদস্যের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে জব্দ করেছে একটি সেলো মেশিন।
রোববার সকাল ১০টায় উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন এই জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন জানান, করোনা ভাইরাস নিয়ে যখন প্রশাসন ব্যস্ত তখন কিছু অসাধু মানুষ অপকর্মের সুযোগ খুঁজছে। এই রকম একজন সদাসদী ইউনিয়নের ৯ নং ওযার্ডের সাবেক সদস্য জালাল উদ্দিন স্বপন । তিনি রামচন্দ্রদী অবস্থিত ক্ষতিগ্রস্থ বেইলী ব্রীজের পিলারের নিচ থেকে মাটি কেটে পুকুর বানাচ্ছে। এই অভিযোগ তাকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা ও সেলো মেশিন জব্দ করা হয়।









Discussion about this post