নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী লাক মিয়া ঋণখেলাপী হওয়ায় মনোনয়ন বাতিল করেছে রিটানিং কর্মকর্তা।
সোমবার (২৯ নভেম্বর) শুনানী শেষে তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল আলম।
আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপী হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সে ঋণ পরিশোধ করে ব্যাংকের অনাপত্তিপত্র এনে আপিল করলে তার মনোনয়ন ফিরিয়ে পাবেন।
ব্রাহ্মন্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী লাক মিয়া জানান, আমি এ ব্যাপারে আপিল করবো। এটা কোন বিষয় না।
তথ্য সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি মোঃ লাক মিয়াকে চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তিন কোটি টাকা ৬০ লাখ টাকা জরিমানা ও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন ঢাকার একটি আদালত।
২০১‘৭ সালের ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ রায় দিয়েছেন। রায়ের সময় আসামী মোঃ লাক মিয়া আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। রায়ের বিষয়টি উক্ত আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিডিউর কে এম সাজ্জাদুল হক শিহাব নিশ্চিত করেছেন।
দন্ডিত শিল্পপতি মোঃ লাক মিয়া মেসার্স সালমা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এবং ভাই ভাই স্পিনিং মিলের দুইটি ইউনিটের চেয়ারম্যান।
আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সালমা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ লাক মিয়া ঢাকা সূত্রাপুর থানার ইরফান রতর স্পিনিং মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে ৬ কোটি টাকার সুতা লেনদেন করে। এর মধ্যে ২ কোটি ৬০ লাখ টাকা নগদ পরিশোধ করে বাকি ৩ কোটি ৪০ লাখ টাকা পরিশোধের জন্য মোঃ লাক মিয়া ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ডাচ বাংলা ব্যাংকের একটি চেক দেন ইরফান রতর স্পিনিং মিলস্ লিমিটেডকে।
কিন্তু চেকটি ২০১১ সালের ১৪ জুন ব্যাংকে জমা দেয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখাত হয়। ১৪ জুলাই ইরফান রতর স্পিনিং মিলস্ লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ ইসলামউদ্দিন সালমা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ লাক মিয়াকে টাকা প্রদানের জন্য এক মাসের সময় দিয়ে লিগ্যাল নোটিশ দেন।
ওই দিন লিগ্যাল নোটিশ গ্রহণ করলেও তিনি নির্ধারিত সময়ে টাকা পরিশোধের কোন উদ্যোগ নেননি। ১৪ আগস্ট ইরফান রতর স্পিনিং মিলস্ লিঃ পক্ষে হিসাব ব্যবস্থাপক সাহেদ আলম সিদ্দিকী বাদী হয়ে মোঃ লাক মিয়ার বিরুদ্ধে নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এর ১৩৮ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৩০১৭/১২)।
আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণের পর আদালত বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান মোঃ লাক মিয়াকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং তাকে তিন কোটি ৬০ লাখ টাকা অর্থদন্ড দেন। এর মধ্যে ২০ লাখ টাকা সরকারি কোষাঘারে এবং বাকী টাকা বাদী পক্ষকে প্রদানের নির্দেশ প্রদান করেন বিচারক।
দন্ডপ্রাপ্ত আসামী মোঃ লাক মিয়া অনুপস্থিত থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। রায়ের বিষয়টি উক্ত আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিডিউর সাজ্জাদুল হক শিহাব নিশ্চিত করেছেন।
উল্লেখ্য সম্প্রতি এমন মামলার ঘটনায় দন্ডপ্রাপ্ত শিল্পপতি লাক মিয়াকে রাজধানী থেকে আইনশৃংখলা বাহিনীর একটি টিম গ্রেফতার করার বিষয়টি ব্যাপকভাবে চাউর হলেও শেষ পর্যন্ত এই বিষয়ে কোন পক্ষই মুখ খুলতে রাজি হয় নাই । এমন ঘটনা ছাড়াও এই লাক মিয়ার বিরুদ্ধে শহরের একজন ব্যবসায়ীর তিন শিশু সন্তানকে অপহরণ করার হুমকি দেয় । যার প্রেক্ষিতে ওই ব্যবসাযী থানায় অভিযোগ ছাড়াও আদালতে দ্বারস্থ হলে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চ্যল্যের সৃস্টি হয় ।









Discussion about this post