রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই । এমনটাই প্রমাণ করলেন নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত জনপ্রতিনিধিগণ । মাত্র কয়েক ঘন্টা আগেও যেই মেয়র নানা কর্মকান্ডের পর ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছিচকে সন্ত্রানী বলে মন্তব্য করেছেন । সেই মেয়র ও তুমূল বিরোধীপূর্ণরাজনীতিবিদগণ একই মঞ্চে অধিষ্ঠিত হয়েছেন । যা দেখে হতবাক হয়ে অনেকেই বলেছেন । “রাজনীতিতে শেষ বলে কোন শব্দ নাই ।“
আলোচিত সমালোচিত সেই তিন রাজনীতিবিদ ডা. সেলিনা হায়াৎ আইভী, একেএম সেলিম ওসমান ও শামীম ওসমান একই অনুষ্ঠানে একই সারীতে বসে থাকার পর একই সাথে ফটোসেশনে মিলিত হয়েছেন । এক মঞ্চে দেখা গেছে এই তিন রাজনীতিবিদদেরকে ৷
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের সিরাজউদ্দৌল্লা সড়কে কুমুদিনী কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের একসাথে দেখা যায়৷
এদিন সকালে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইএমএস কেয়ার) এর ভিস্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ভিত্তিপ্রস্তব উদ্বোধন অনুষ্ঠানে কুমুদিনী কমপ্লেক্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ আরও উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকি, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ৷
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে রাজনৈতিক চরম বিরোধীতার কারণে একদিকে জিউস পুকুর নিয়ে বিতর্ক, অপরদিকে বিতকিত হেফাজত নেতা মাওলানা আউয়াল ও তার অনুসারীরা সিটি করপোরেশনের জমি দখল করে মসজিদ মাদ্রাসা নির্মান করার চেষ্টায় ব্যর্থ হয়ে মেয়রের বিরুদ্ধে নানা রাজনৈতিক কর্মকান্ডের পর সংসদ সদস্য সেলিম ওসমান সিটি করপোরেশনের মেয়র হিসেবে নাম ঘোষনা কারার মতো নানা বিতর্ক তোলার এক পর্যায়ে শনিবার ১৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ শহরের একটি অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াৎ আইভী কঠোর সমালোচনা করে সংসদ সদস্য শামীম ওসমানকে চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছেন ।
অপরদিকে সেলিম ওসমানের কঠোর সমালোচনা করে মন্তব্য করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইএমএস কেয়ার) এর ভিস্তিপ্রস্তর উদ্বোধন একই মঞ্চে অন্যান্য নের্তৃবৃন্দের উপস্থিতিতে মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য সেলিম ওসমান একই মঞ্চে ফটো সেশন করেছেন ।
এমন দৃশ্য দেখে নগরবাসী বলছেন, “এ যেন বসন্তের ছোয়া । ভালোবাসার নিদর্শন । এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন বিরাজ করে আমাদের নারায়ণগঞ্জর রাজনীতিতে ।”









Discussion about this post