সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাটবাড়িতে চুলার গ্যাসের বিস্ফোরণে স্ত্রী আলেয়া বেগমের পর এবার মারা গেছেন হাবিবুর রহমান।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন হাবিবুর রহমান মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা বিপ্লব হোসেন। হাবিবুর রহমানের অর্ধেক শরীর পোড়া ছিল।
হাবিবুর রহমানের জামাতা বিপ্লব হোসেন জানান, তার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ১০টার দিকে পোস্ট অপারেটিভ ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে নেয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ছয়টার দিকে ফতুল্লার তল্লা জামাই বাজার এলাকার মফিজুল ইসলামের নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের দুইটি দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণে কয়েকজন নারী ও এক শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়।
দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
বর্তমানে বার্ন ইউনিটের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন হাবিবুর রহমানের মা সামান্তা বেগম। এ ছাড়া বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন সামিউল, মীম, তার ৩ মাস বয়সী ছেলে মাহির ও লিমন।









Discussion about this post