নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানাধীন ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলায় সড়কের ড্রেন নির্মাণ কাজ করার সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ঠিকাদার রাসেল সহ ৩ জনকে আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ জুলাই) দুর্ঘটনায় নিহত দুলালী বেগমের স্বামী আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে তদন্তের স্বার্থে আসামীদের নাম গণমাধ্যমের সামনে প্রকাশ করেনি পুলিশ।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সিটি করপোরেশনের অধীনে ড্রেন নির্মাণ কাজের সময় পূর্ব পরিকল্পনা ছাড়াই অধিক পরিমান মাটি খনন করার নির্দেশ দেয় ঠিকাদার। একই সঙ্গে দ্রুত কাজ শেষ করার তাগাদা থাকায় শ্রমিকরাও মাটি খনন করে কাজ করছিলো। স্থানীয় বাসিন্দারা আপত্তি করলেও তা শোনা হয়নি।
মঙ্গলবার ১৩ এপ্রিল দুপুর পৌনে ২ টার দিকে স্কুলের দেয়াল ভেঙ্গে পরে শ্রমিকদের উপর। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলো হৃদয় (৪০) ও দুলালী (৩৮)। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি (তদন্ত) মোহসিন বলেন, আজ বুধবার বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। তবে মামলায় কাকে আসামী করা হয়েছে তা আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।
উল্লেখ্য, ১৩ জুলাই বন্দরের উত্তর লক্ষণখোলায় সড়কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজ করার সময় একটি সরকারী প্রাইমারী স্কুলের দেয়াল ধ্বসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছে।









Discussion about this post