এমন উচ্ছেদের ঘটনা দেখে অনেকেই পুলিশের এমন উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়ে প্রকাশ্যেই বলেছেন, এমন উচ্ছেদ কতদিন চলমান থাকবে তা দেখার বিষয় । বিগত দিনে এমন উচ্ছেদ উচ্ছেদ নাটক মঞ্চায়ন হয়েছে শুধুমাত্র চাঁদার পরিমাণ বৃদ্ধি করার জন্য । বিগত দিনের মতো এমন উদহারন না হলেই সত্যিকার অর্থেই সাধুবাদ ও স্যালুট থাকবে এই পুলিশের প্রতি ৷ নইলে সমালোচনা থাকবেই
সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি :
‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক ও জনপথ রাখবো পরিস্কার’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও কাচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে আজ দিনব্যাপী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ঝানজট মুক্ত রাখার লক্ষে রাস্তার পাশে অবৈধ ফুটপাত ও সরকারের নিষিদ্ধ অটোরিকশা ও থ্রি হুইলার চালোনো বন্ধে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।
এসময় কাচপুর, মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা টোল প্লাজার সকল ধরণের অবৈধ ফুটপাত উচ্ছেদ করেছেন হাইওয়ে থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, সড়ক ও যানবাহনের ইন্সপেক্টর কে এম মেহেদী হাসান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, কাঁচপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা ওহাব ভূইয়া স্বপন, কাঁচপুর, মদনপুর ও মোগরাপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ।
মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ফুটপাতের হকারদের উদ্দেশ্য বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি রক্ষা ও জনগনের ভোগান্তি দূর করার জন্য মহাসড়ক ফুটপাত মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের ভুমিকা প্রশংসনীয়। এ ধারাকে অব্যাহত রাখতে হবে।
ওসি মনিরুজ্জামান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক হাইওয়ে রাস্তায় চলাচল নিষিদ্ধ যানবাহন আমরা কোন মতেই উঠতে দিব না। সে লক্ষ্যেই আমি সহ আমার পুলিশ কাজ করে যাচ্ছে।









Discussion about this post