স্বাস্থ্য বিধি না মেনে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে জুস তৈরী এবং মেয়াদ উত্তীর্ণ জুস তৈরীর কেমিক্যাল ও ফ্লেভারের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজার এলাকার লাবনী ফুড এন্ড কনজুমার প্রডাক্টস নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
৩ মে সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে জেলা ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মো. সেলিমুজ্জামান বলেন, ‘প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি না মেনে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে জুস তৈরী এবং মেয়াদোত্তীর্ণ জুস তৈরীর কেমিক্যাল ও ফ্লেভারের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ এবং ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও দেলপাড়া বাজার তদারকি করা হয়েছে এবং ব্যবসায়ীদের সচেতন করার জন্য লিফলেট, প্যাম্পলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।’









Discussion about this post