করোনাকালীন এই এক বছরে নানা অজুহাতে সরকারের প্রায় সকল নির্দেশনাকে বৃদ্ধাংগুলি দেখিয়ে সকল ধরবের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ সমবায় মার্কেটের অধিকাংশ দোকান মালিক/ ব্যবসায়ী/ কর্মচারী ।
ভয়ংকর ভয়ংকর অপরাধের বিষয়ে যে কোন ভোক্তা সাধারণ প্রতিবাদ করলে নানাভাবে নাজেহালের উদহারন রয়েছে হাজারো হাজার ।
অপরাধ কার্যক্রম চালিয়ে উল্টো কথায় কথায় সমবায় মার্কেটের ব্যবসায়ী নামধারী অপরাধীরা শাসক দলের নেতাদের নাম উচ্চারণ করে ক্রেতাদের হুমকি দিয়ে জোটবদ্ধ হয়ে মারধরের চিত্র প্রায়ই দেখা যায় । এই মার্কেটে নারী ক্রেতা সাধারণও শারিরীক নাজেহাল হয়েছে অসংখ্য বার ।
মার্কেটের নীচ তলায় অধিকাংশ প্রসাধনী সামগ্রী নকল ও নিম্নমানের । বিভিন্ন দামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে অধিক লাভের আশায় একেবারেই জেনেশুনে ক্রেতাদের সাথে প্রতারণার ভয়ংকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সমবায় মার্কেটের ব্যবসায়ী নামধারী অপরাধী চক্র । দ্বিতীয় তলায় পোশাকের অনেক দোকানী নামী দামী ব্রান্ডের স্টিকার ব্যবহার করে প্রতারণা চলছেই।
তৃতীয় ও চতুর্থ তলায় কম্পিউটার মেরামত ও পার্সের দোকানগুলোতে আরো মারাত্মক অপরাধ চালিয়ে যাচ্ছে অনেক নামধারী দোকানী/কর্মচারী । সামান্য কোন ত্রুটির জন্য কম্পিউটার / ল্যাপটপ নিয়ে সমবায় মার্কেটে একবার পা দিলেই যেন যাদুকরের মন্ত্রের মতো আটকে গিয়ে মারাত্মক প্রতারণার শিকার হয়ে ফিরতে হয় নিঃস্ব হাতে । আবার সমবায় মার্কেটে অত্যান্ত সততার সাথেও ব্যবসা করেন কেউ কেউ । যাদের সংখ্যা নেহায়েত ই কম।
মার্কেটের নীচ তলা থেকে উপর তলা যেন একেকটি সিড়ি একেকটি ভয়ংকর ফাদ । একই সাথে নারী ক্রেতাদের সাথে কতটা ভয়ংকর আচরণ করতে পারে তা না দেখলে অনুমানই করতে পারবে না কেউ ।
এতো অপকর্মের পরও করোনা সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করে গভীর রাত পর্যন্ত মার্কেট খোলা রাখায় সমবায় মার্কেট বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
তবে এসময় সবাইকে সর্তক করে দিলেও কাউকে জরিমানা করেনি ম্যাজিস্ট্রেট।
২৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
আবদুল মতিন বলেন, ‘কোভিড-১৯ বা করোনা সুরক্ষায় সরকারি নির্দেশনা রয়েছে রাত ৮টার মধ্যে মার্কেট ও দোকান বন্ধ করতে হবে। তবে নারায়ণগঞ্জে কয়েকটি মার্কেট ও দোকান গভীর রাত পর্যন্ত খোলা থাকে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সাড়ে ৮টায় সমবায় মার্কেট খোলা থাকায় দোকান বন্ধ করতে নির্দেশ দেয়া হয়। এছাড়াও মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারীকে ডেকে সর্তক করা হয়েছে শুক্রবার থেকে যেন ৮টার মধ্যে মার্কেট বন্ধ করা হয়। অন্যথায় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়াও শহরের অভিযান চালিয়ে দোকান বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত করোনা সংক্রামন বৃদ্ধির ফলে গত ১৪ এপ্রিল থেকে সরকার লকডাউন ঘোষণা করে। পরে লকডাউন চলমান থাকলেও দোকান ও মার্কেট খোলা বিষয়ে সিথিল করে। তবে এর জন্য কিছু বিধি নিষেধাজ্ঞা দেয়া হয়। যার মধ্যে একটি হলো রাত ৮টার মধ্যে দোকান ও মার্কেট বন্ধ করতে হবে।









Discussion about this post