নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার পঞ্চবটীতে বন্ধুদের সাথে খেলতে গিয়ে নদীর পানিতে তলিয়ে লাশ হয়ে ফিরলো কিশোর হামিম (১৫)।
নিহত হামিম ফতুল্লার পঞ্চবটীর হরিহরপাড়া আমতলা এলাকার ইজেবাইক চালক মোস্তফা কামালের ছেলে। শুক্রবার দুপুর ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটের কাছে বুড়িগঙ্গায় এঘটনা ঘটে।
হামিমের পিতা মোস্তফা কামাল জানান, তার দুই ছেলের মধ্যে হামিম বড়। সে হরিহরপাড়া হাই স্কুলে দশম শ্রেনীতে পড়ে। লেখা পড়ায় অনেক মেধাবী ছিলো। সকালে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর বন্ধুদের সাথে নদীর ওপারে একটি মাঠে গিয়ে খেলা ধূলা করেন। খেলা শেষে বাসায় ফেরার পথে অন্য বন্ধুরা নদীতে ঝাপিয়ে পড়ে আনন্দ করতে থাকে। তখন হামিম সাতার না জেনে বন্ধুদের সাথে আনন্দ করতে সেও নদীতে ঝাপ দেয়। ওই সময় হামিম পানিতে ডুবে যায় কিন্তু তাৎক্ষনিক কেউ বুজতে পারেনি।
তিনি আরো জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে নদী থেকে হামিমের ভাসমান লাশ উদ্ধার করি। বিকেলে স্থানীয় কবরস্থানে হামিমের মরাদেহ দাফন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, কেউ থানায় জানায়নি তবে খোজ খবর নিচ্ছে।









Discussion about this post