এমন স্টিকারযুক্ত বিভিন্ন প্রাইভেট কার, কন্টেইনার, ট্রাকভর্তি বিভিন্ন পন্য নারায়ণগঞ্জ শহরের ফলপট্টি, কালীরবাজার, টানবাজার, পঞ্চবটী, ফতুল্লা ও শিমরাইল মোড় এলাকায় প্রায়ই প্রভাব বিস্তার করে মালামাল লোড আনলোড করতে দেখা যায় । এমন স্টিকারযুক্ত পরিবহন সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় না ।
নরসিংদী ডিবি পুলিশের হাতে আটকের ঘটনা প্রকাশের পর নারায়ণগঞ্জের চলাচলরত এমন পরিবহন আটক করে তল্লাসী করার দাবী উঠেছে । অনেকেই সসমালোচনা করে আরো বলেছেন, ট্রাক, কন্টেইনার, পিকআপ ভ্যানসহ পণ্যবাহী পরিবহনে এমন স্টিকার কেন লাগানো হয় । তাও তদন্ত করে ব্যবস্থা নেয়া জরুরি
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩১২ ক্যান বিয়ার ও ” NEWS 24, কালের কন্ঠ, daily sun, বাংলাদেশ প্রতিদিন” স্টিকার লাগানো প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
শুক্রবার (০৬ নভেম্বর ২০২০ খ্রিঃ) ডিবি নরসিংদীর এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান সকাল সাড়ে ১০ টায় নরসিংদী মডেল থানার বাগহাটা সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপিটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ থানার দক্ষিণ শম এলাকার মৃত- মোহাম্মদ আলী ওরফে মতু মোল্লার ছেলে মোঃ শাহআলম মোল্লা ওরফে শাহ আলম , দৌলতখান থানার পশ্চিম জয়নগর এলাকার মোঃ হানিফের ছেলে মোঃ জুয়েল (৩৪)।
নরসিংদী জেলা ডিবি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ডিবি পুলিশ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,৪৯,৬০০/= (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, নরসিংদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে NEWS 24 স্টিকার লাগানো প্রাইভেটকার দাঁড়ানো অবস্থায় পেয়ে গাড়ীর লোকজনদের জিজ্ঞাসা করলে তারা সাংবাদিক পরিচয় দেয় এবং তাদের কথায়, ভাবভঙ্গিতে সন্দেহ হলে গাড়ী তল্লাশি করে ১৩ (তের) কেইস বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহ আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন ।








Discussion about this post