তিনজনের মধ্যে একজন ড্রাইভারকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে প্রেরণ করা হয়। ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি ২ আসামি কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধন কারাগারে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যাত্রীবাহী বাসে তরুণীকে (১৮) গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর রোববার রাত ১১ টায় বন্দরের মদনপুর এলাকার জাহিন গার্মেন্টের সামনে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার মিঠাব মশিরা এলাকার হাছেন আলীর ছেলে নুরুল হক (২১), বরগুনা জেলার আমতলী এলাকার আল আমিনের ছেলে (১৬) এবং ঢাকা খিলগাঁও মীরের টেক এলাকার আবুল হোসেনের ছেলে (১৪)।
অভিযোগে ভুক্তভোগী জানায়, রাতে যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাবার জন্য মুক্তিযোদ্ধা পরিবহনের একটি বাসে উঠি। বাসটি চিটাগাং রোড আসার পর যাত্রীশূন্য হয়ে যায়। তখন আমাকে একা পেয়ে আসামীরা উচ্চস্বরে গান বাজিয়ে আমাকে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাস থেকে নেমে ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে এসে আসামীদের আটক করে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, তরুনীর অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। আটক ৩ আসামীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তিনজনের মধ্যে একজন ড্রাইভারকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে প্রেরণ করা হয়। ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি ২ আসামি কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধন কারাগারে প্রেরণ করা হয়েছে।









Discussion about this post