নারায়ণগঞ্জের আড়াইহাজারে বড় বোনের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে দুই বছর বয়সী ভাই আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিশুটির বড় বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় ভাই আব্দুল্লাহও তার সঙ্গে যায়। হঠাৎ করে পানিতে পড়ে যায় শিশু আব্দুল্লাহ। তার বোন দ্রুত বাড়িতে এসে খবর দিলে স্বজনরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।









Discussion about this post