নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে গোয়েন্দা সংস্থার সদস্য (ডিজিএফআই) পরিচয়ে চাঁদা দাবি করা সেই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার যুবকের নাম মো. সুমন (৩৬) ওরফে চিত্তরঞ্জন দাস। তিনি কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর এলাকার রঞ্জন চন্দ্র দাসের ছেলে। সুমন রাজধানীর আদাবর এলাকায় বসবাস করতেন। তিনি নব মুসলিম।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাসহ পুলিশের একাধিক টিক কাজ করছে। ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ।’








Discussion about this post