বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক খাজা মহিউদ্দিন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় ঢাকার বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর বাদ জোহর ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পাইকপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
খাজা মহিউদ্দিন সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু খাজা মহিউদ্দিনের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন।
মুক্তিযুদ্ধের সংগঠক খাজা মহিউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে নারায়ণগঞ্জে । বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত নগরবাসী ছাড়াও নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ছুটে যান নিহতের বাড়িতে । শোক জ্ঞাপন করেন নিহতের প্রতি । সেই সাথে পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন ।









Discussion about this post