নানা চড়াই উৎরাই শেষ ব্যাপক আলোচনা সমালোচনার পর আইনজীবীদের জোড়ালো প্রচেষ্টায় ফতুল্লার পঞ্চবটীস্থ ইউনাইটেডের ক্লাবের বিতর্কিত সভাপতি তোফাজ্জল হোসেন তাপুর চাঁদাবাজির মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত ।
রোববার ১ নভেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফেরদৌস ১০ হাজার টাকার বন্ডে তোফাজ্জল হোসেন তাপুর জামিন মঞ্জুর করেছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে চাঁদাবাজির মামলায় তোফাজ্জল হোসেন তাপুর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ।
ঘটনার বিবরণে জানা যায়, ২০ লাখ টাকা চাঁদার দাবিতে দেয়াল ভাঙ্গা ও হুমকি দেয়ার অভিযোগে স্থানীয় হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের দায়ের করা মামলায় গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকা থেকে তাপুকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।
তিনি জানান, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেন বুধবার সন্ধ্যায় থানায় এসে তাপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন৷ সেই মামলায় তোফাজ্জল হোসেন তাপু ছাড়াও কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছিলো।
উল্লেখ্য, গত প্রায় দেড় বছর আগে এই ক্লাবের ভেতরে জুয়া খেলার অভিযোগে তাপুসহ তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করেছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।









Discussion about this post