মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র মুজিবুর রহমান, সিনিয়ার আইনজীবী অজয় কুমারসহ প্রায় ২০ জন আইনজীবী সমস্বরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নারাযণগঞ্জের নানা অপকর্মের হোতা ও চিহ্নিত চাঁদাবাজ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির স্ব ঘোষিত সভাপতি মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাহান খানের পক্ষে জোড়ালোভাবে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেছে বিজ্ঞ বিচারক ।
এদিকে ক্ষোভ প্রকাশ করে গুরুতর আহত রুবেলের ভাই, আত্মীয় স্বজনসহ আদালতে উপস্থিত অনেকেই নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, মুন্সীগঞ্জ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খানকে জামিন করাতে ব্যাপক ভাবে দ্যৗড়ঝাপ চালাচ্ছে নারায়ণগঞ্জ জামায়াত ইসলামীর নেতা ও সূরা সদস্য রোকন মাওলানা নাসির উদ্দিনসহ কয়েকজন জামায়াত নেতা। তাহলে এবার বোঝেন কেমন যুবলীগের রাজনীতি করেন এই শাহজাহান খান ! এ ছাড়াও আদালতে অনেকেই বলেছেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সোনারগাঁও প্যৗরসভার মেয়র সাদেকুর রহমানকে নানাভাবে ম্যানেজ করার চেস্টা চালাচ্ছে জামায়াতের নেতারা । এমন তদ্বিরের ছবি ফেসবুকেও দেয়া হয়েছে ।
রোববার ৬ ডিসিম্বর মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিজ্ঞ বিচারক হোসনে আরা বেগম এর বরাবর আসামী শাহজাহান খানের পক্ষে বিশাল ফিরিস্তি তুল ধরে তার জন্য জামিন প্রার্থনা করেন । তিনি নারায়ণগঞ্জের কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি । শাহজাহান খানের আইনজীবীগণ আদালতকে বলেন, তিনি বয়স্ক ও সম্মানিত একজন মানুষ । শাহজাহান খান মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি । তার ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, চোখের সমস্য, হার্টের সমস্যায় জর্জরীত । যে কোন সময় তার বড় ধরণের ক্ষতি পারে ।
এমন যুক্তির বিপরীতে মামলার বাদী পক্ষের আইনজীবী আদালতকে বলেন, আসামী একজন দূর্ধর্ষ প্রকৃতির মানুষ শাহজাহান খান । নিজে উপস্থিত থেকে চাঁদার থেকে দাবীতে গজারিয়া থানার বৈদ্যারগাঁও এলাকায় গত ৯ সেপ্টেম্বর একই গ্রামের রুবেল (৩২) এর হাতের কব্জি কেটে কাটা কব্জি নিয়ে মিছিল করে শাহজাহান খান। শাহজাহান খান নারায়ণগঞ্জে স্বঘোষিত কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি এবং ডায়াগণস্টিক সেন্টারের মালিক । তার দ্বিতীয় স্ত্রী জি এ বানু একজন ডাক্তার । এই শাহজাহান খান মুন্সীগঞ্জ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেও তার পক্ষে নারায়ণগঞ্জের জামায়াত ইসলামীর রোকন (সূরা সদস্য) আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনসহ অনেকেই নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে আদালতে হাজির হয়েছেন । এছাড়াও এখনো গুরুতর আহত রুবেলে হাতের কজ্বি উদ্ধার করতে পারে নাই পুলিশ । ফলে এই দূর্ধর্ষ অপরাধী চাঁদাবাজকে জামিনের বিরোধীতা করছি ।
মুন্সীগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের জেলার নানা অপকর্মের হোতা শাহজাহান খানের জামিন না মঞ্জুর করেন ।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেরায় স্থানীয় সংসদ সদস্যকে উপেক্ষা করে শাহজাহান খান নিজের আধিপত্য বিস্তার করতে চাঁদার দাবীতে প্রতিপক্ষ রুরেলের হাতের কজ্বি কেটে মিছিল করে শাহজাহান খান ও তার সহযোগিরা । গজারিয়া থানায় গত ৯ সেপ্টেম্বর রুবেল ও কবির নামের দুই যুবককে কুপিয়ে হাতের কব্জি কেটে উল্লাস করার ঘটনায় জামান খান, আল আমিন খান নূরুজ্জামান খান, মাসুম খান, সাইদুর খান, সোলাইমান খান, শিকদার, আরমান খানসহ ২৪ জনের নাম উল্লেখ করে আরো ১০/১২ জন সন্ত্রাসীকে অজ্ঞাতনামাকে আসামী করে ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬/১১৪ পেনাল কোড ধারায় গজারিয়া থানায় তানিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন ।
এ মামলায় গ্রেফতার এড়াতে শাহজাহান খান তার দ্বিতীয় স্ত্রী জিএ বানুর শেল্টারে নারাযণগঞ্জের সস্তাপুর এলাকায় গাঢাকা দিয়ে নাারয়ণগঞ্জ পুলিশকে ম্যানেজ করে উচ্চ আদালত থেকে জামিন নেয় । উচ্চ আদালতের নির্ধারিত মেয়াদে ১ ডিসেম্বর মঙ্গলবার মুন্সীগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমানের আদালতে শাহজাহান খান হাজির হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ।
গত ৬ দিন যাবৎ কারাগারে থাকাবস্থায় শাহজাহান খানের প্রথম স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিদের কাছে ধর্ণা দিচ্ছেন শাহজাহান খানকে মুক্ত করার জন্য । প্রয়োজেনে যে কোন শাস্তি শাহজাহান খান মাথা পেতে নেবেন বলেও পরিবারে সদস্যরা সকলরে কাছে অনুরোধ করেছন বলে এলাকাবাসীর মাঝে চাউর রয়েছে ।









Discussion about this post