নারায়ণগঞ্জ সদর থানার পাক্কা রোড এলাকার স্কুলছাত্রী জিসা মনি অপহরণ মামলায় গ্রেফতার দুই আসামির জামিন এবং এক আসামির রিমান্ড আবেদন না মঞ্জুর করেছে আদালত ৷
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে রিমান্ড ও জামিন শুনানি হয় ৷ শুনানি শেষে আদালত উভয় আবেদন নামঞ্জুর করেন৷ তবে তিন আসামির দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ করে নথিভুক্ত করেছেন আদালত ৷
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. রোকন উদ্দিন বলেন, প্রথম ও দ্বিতীয় আসামি আব্দুল্লাহ ও রকিবের জামিন আবেদন করা হয় ৷ পাশাপাশি পুলিশ জিসা মনির স্বামী ইকবাল পন্ডিতের রিমান্ড আবেদন করে ৷ শুনানি শেষে আদলত উভয় আবেদন নামঞ্জুর করেন ৷
তিনি বলেন, আমরা তিন আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছি৷ আদালত তা গ্রহণ করে নথিভুক্ত করেছেন৷ আগামীতে আমরা জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের জামিন আবেদন করবো ৷
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান পিপিএম, সাংবাদিকদের বলেন, যেহেতু এই মামলা নিম্ন আদালত তেকে জামিন পাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে তাই আদালত জামিন না মঞ্জুর করেছে । জেলা ও দায়রা জজ আদালতে সি আর মিছ আবেদন করলে হয়তো বিষয়টি সুন্দর সমাধোন হতে পারে । যা উচ্চ আদালতেরিএখতিয়ার রয়েছে ।









Discussion about this post