প্রতিদিন নানাভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় অবৈধভাবে চোলাই মদের বিশাল চালান বিক্রি হচ্ছে শহরের টানবাজার এলাকার সেন এন্ড কোং ।
এমন চোলাই মদের মুল কারবারি জালু নারায়ণগঞ্জ শহরের অনেক কেই নিয়মিতভাবে মাসোয়ারা দিয়ে এমন ব্যবসা করলেও এবার আটক হয়েছে কুক্ষাত চোলাই মদ ব্যবসায়ী জালুর এক সহযোগী
সদর মডেল থানাধীন ১নং টার্মিনাল ঘাটের প্রবেশ মুখে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
২২ অক্টোবর সকাল পৌনে ১০টায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ সাজু (৫৯) ও মোঃ বাবুল (৬৩)। তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরী মদ এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। দেশীয় তৈরী মদের বাজার মূল্য ২০ হাজার টাকা।









Discussion about this post