নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ নির্বাচিত হয়েছেন বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) নারায়ণগঞ্জ পুলিশ লাইনস্থ মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার) এর হাত থেকে তিনি এ সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন।
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ (ওসি) নির্বাচিত হয়ে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, আমি বন্দর থানায় যোগদান করেই সর্বাত্মক চেষ্টা করেছি কিভাবে বন্দরে আইনশৃঙ্খলা রক্ষা করা যায়। পূর্বের তুলনায় বর্তমানে বন্দরে আইনশৃঙ্খলা অনেক ভালো। আমার স্যার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের (পিপিএম বার) হাত থেকে সম্মাননা পেয়ে আমার দায়িত্ব ও কর্তব্য অনেক গুন বেড়ে গেল। আমি নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। একই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার) কাছ থেকে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা গ্রহণ করেন বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলম।









Discussion about this post