ঝালকাঠির রাজাপুরের চাঞ্চল্যকর বৃদ্ধা পাঁচ সন্তানের জননী হোসেনে আরা বেগম বকুল কে গলাকেটে হত্যাকান্ডের আসামী ডাকাত শাকিল (৩৫) ও ডাকাতি করা স্বর্ণালংকার রক্ষণাবেক্ষণকারী ভূলু দাস (২৫) কে নাারযণগঞ্জ থেকে গ্রেফতার করেছে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।
বৃদ্ধা হোসেনে আরা বেগম বকুল কে গলা কেটে হত্যাকান্ডের সাথে জড়িত ডাকাতকে শহরের শহীদনগর থেকে এবং ডাকাতির স্বার্নালংকার রক্ষণাবেক্ষণকারী ভূলু দাসকে শহেরর কালীরবাজার স্বর্ণপট্টি থেকে গ্রেফতার করে ।
ঘটনার বিষয়ে ঝলাকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, হোসেনে আরা বেগম বকুল হথ্যা মাললা টি ব্যাপক চাঞ্চল্যকর । এই মামলায় আসামী গ্রেফতার করা হয়েছে । মামলাটি মোটামোটি ডিটেকটেড । গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য শাকিল ঝালকাঠি রাজাপুর এলাকার জামাই । সেই সুবাদে ডাকাতি করতে গিয়ে গলাকেটে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণলংকার লুট করে । সেই স্বর্ণ এই কালীর বাজারের স্বর্ণপট্টির জগন্নাথ জুয়েলারীতে বিক্রি করে । এমন কথা স্বীকারও করে ভূলু দাস নিজেই । সেই কারণে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় আমরা ঝালকাঠি থেকে আসা পুলিশের টিম আসামীদের ঝালকাঠিতে নিয়ে যাচ্ছি ।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার বিষয়ে আরো জানান, শনিবার ১৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে হোসনে য়ারা বেগম বকুল (৫৫) নামের ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।
রাজাপুর উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় নিহতের নিজ বাড়ির ভাড়াটিয়া ঘরের পেছনের অংশ তালাবদ্ধ পরিত্যাক্ত কক্ষ থেকে উদ্ধার করা হয়। নিহত হোসনেয়ারা বকুল ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী।
তাৎক্ষনিকভাবে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে এমন ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ ঘরের দুইজন ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার চাড়াখালির মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৪) ও সত্যনগর এলাকার মো. আয়নালীর ছেলে মো. পনির (৩৮)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগম বকুল উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকার তার নিজের বাসায় বসবাস করতেন।
শনিবার সকালে তাকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। পরে বাসার সামনে নিজেদের একটি ভাড়া ঘরের পিছনের তালা বদ্ধ একটি কক্ষে হোসনেয়ারা বেগমের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে হোসনেয়ারা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার ও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।
আটককৃতদের প্রাপ্ত তথ্য মোতাবেক এবং আধুনিক প্রযুবক্ত ব্যবহার করে গত দুইদিন যাবৎ নাারয়ণগঞ্জ পুলিশের সহায়তায় চাঞ্চল্যকর এমন নির্মম হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি । আশা করছি আগামীকাল বৃহস্পতিবার আদালতে আসামীদের স্বীকারোক্তিসহ এই মামলার পুরো ঘটনা তুলে ধরে প্রতিবেদন দাখিল করতে পারবো । এমন ঘটনায় ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সদর থানা পুলিশ ও আসামী আটকের ক্ষেত্রে এলাকাবাসীর আন্তরিকতায় সাকলকে সাধুবাদ জানিযেছেন ।
সারাদেশে এমন চাঞ্চল্যকর হত্যাকান্ডসহ চুরি, ছিনতাই করা স্বর্ণলংকার দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার স্বর্ণপট্টির অনেক চোরাকারবারী বেচাকেনা করে আসছে একেবারেই প্রকাশ্যেই। এই চোরাই কারবারীদের চিহ্নিত করা অতি সহজ বিষয় বলেও মন্তব্য করে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় আনতে পারলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে । কাকঢাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চোরাই কারবারী চক্রের সদস্যরা কালীরবাজারের স্বর্ণপট্টিতে অবস্থান নিয়ে এমন অপরাধীদের সাথে অপকর্ম করেই যাচ্ছে । যাদের চিহ্নিত করা অতি সহজ বিষয় ।









Discussion about this post