সাংবাদিক প্রীতমের উপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
আজ রোববার দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ কে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
স্মারকলিপি দেওয়ার সময় নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল, সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, দপ্তর সম্পাদক মশিউর রহমান, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক গাফ্ফার হোসেন লিটন, সাংবাদিক রিপন মাহমুদ ও মো. সাইফুল ইসলাম সায়েম উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৩ মার্চ পেশাগত দায়িত্বপালন কালে ফটো সাংবাদিক প্রীতমের উপর বর্বোরচিত, সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় সন্ত্রাসী হাজী রিপন, সন্ত্রাসী কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও সন্ত্রাসী স্বপ্ননীড় হাউজিং এর হারুন অর রশিদসহ ৪০/৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে উল্লেখ করে ২৪ মার্চ ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।









Discussion about this post