মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন চর মোক্তারপুর এলাকায় ১৭ ডিসেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪টি ড্রামভর্তি ৫৮৫০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ৩ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ ইলিয়াছ (৩০), মোঃ স্বপন (২৪), মোঃ শাহা আলম (২৮)।
১৯ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post