নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (২৮ আগস্ট) ভুক্তভোগীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই সহোদরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, জাহিদুল ইসলাম জাহিদ (২৬) ও তরিকুল ইসলাম পলাশ (১৮)।
অভিযুক্তরা হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে। সিরাজুল ইসলাম মন্ডল নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পরিচয় দিয়ে থাকেন। এবং এই সিরাজ মন্ডলের বিরুদ্ধে প্রশাসনকে ম্যানেজ করে জ্বালানী তেল চুরির বিস্তর অভিযোগ রয়েছে । একই সাথে নসরাজ মন্ডলের প্রতিপক্ষ আরো কয়েকচট তেল চোর চক্র ব্যাপকভাবে সমানতালে অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেনএমন ধর্ষনের ঘটনা মিথ্যে, এদের বিয়ের কাগজপত্র আছে । যা থানায় জমা দিয়েছি ।
এমন ঘটনার পর সিদ্ধিরগঞ্জের অনেকেই বলেন, সিরাজ মন্ডলসহ তেলচোর চক্রের সকল সদস্যদের এমন কোন অপকর্ম নাই যা তারা করতে পারে না। পুলিশ প্রশাসনের অসাধু কর্মকর্তারা নিয়মিত মাসোয়ারা দিয়ে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেছেন। হয়তো অসাধু পুলিশ কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক কোন কাজী দিয়ে এমন বিয়ের কাগজ তৈরী করে থানায় জমা দিতেও পারেন ।
ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই অভিযুক্ত পলাশ বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে নিজ বাড়িতে ধর্ষণ করে। আর অভিযুক্ত জাহিদ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। এক পর্যায়ে মামলা না করতে ভুক্তভোগী ও তার মাকে তারা হুমকি দেয়। ঘটনার প্রায় ১ মাস ৫ দিন পরে ওই কিশোর মা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার (উপ-পরিদর্শক) এসআই মোঃ শওকত জামিল বলেন, ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post