নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার।
রোববার (২ জানুয়ারী) দুপুরে এ মতবিনিময় সভায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি ও ভোট চাই তখন জনগণের দুইটা প্রশ্নের সম্মুখীন হই। একটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আরেকটা প্রশ্নের উত্তর পুলিশ প্রশাসনের কাছে।
তিনি বলেন, প্রথম প্রশ্নটা হলো আমি কী এবার নির্বাচনে বসে যাব কিনা। সেটার উত্তর আমার কাছে- আমি বলেছি এবার আমি কোনো দলের প্রার্থী না। আমি জনগণের প্রার্থী। আমি বসব না। দ্বিতীয় প্রশ্নটা হলো নির্বাচন সুষ্ঠু হবে কিনা- এটার জবাব আপনাদের কাছে।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমাদের দেশে প্রবাদ আছে, যত গুড় তত মিষ্টি। আপনারা যত নিরপেক্ষ থাকবেন নির্বাচনের পরিবেশও তত শান্তিপূর্ণ থাকবে।
এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম তৈমুরের উদ্দেশে বলেন, আপনারা যারা মূল খেলোয়াড় তাদের সহায়তা আমাদের প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমরাও নির্বাচনের পরিবেশ সুন্দর করতে পারব। আমরা আইনের শতভাগ প্রয়োগ করে নির্বাচনটা করব।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসি কর্মকর্তা ও ২৭টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা। এছাড়া মেয়র পদে অংশগ্রহণকারী সব প্রার্থী সেখানে থাকলেও সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভী উপস্থিত ছিলেন না।
সূত্র : যুগান্তর









Discussion about this post