ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, গ্রাম পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ। গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে আমরা পুলিশের সদস্য হিসেবে মনে করি। আপনারা নিজেরাই পুলিশ এ কথাটি মনে রাখবেন। গ্রামের প্রান্তিক পুলিশ সদস্য হলো আপনারা। গ্রাম পুলিশের দায়িত্ব পালন করা ক্ষেত্রে কিছু কিছু গ্রাম পুলিশ গ্রাম্য পলিটিক্সের শিকার হন। আপনাদের সমস্যার কথা আপনাদের ওসিকে জানাবেন। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা কাজে বাংলাদেশ পুলিশের পাশাপাশি আপনাদের কৃতিত্ব অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকলের প্রতি সুদিৃষ্ট রয়েছে। আপনারা থানা পুলিশের সঙ্গে মিলে মিশে কাজ করবেন।
নারায়ণগঞ্জ জেলার সদর, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান উল্লেখিত মন্তব্য করেন ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি ফতুল্লা ও সদর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিয়াদুল কবির, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
মত বিনিময় সভার পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বন্দরে উপস্থিত হলে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা।
সভা শেষে ডিআইজি হাবিবুর রহমান গ্রাম পুলিশের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। পরে তিনি থানা পরিদর্শন শেষে থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপণ করেন।









Discussion about this post