নারায়ণগঞ্জ শহরের সদর মডেল থানার মাত্র ১০/১৫ গজের মধ্যে একটি মার্কেট থেকে ধারালো অস্ত্র সহ ৫ কিশোরকে আটক করেছে পুলিশ। তবে কেন তারা অস্ত্র নিয়ে এসেছেন বিষয়টি জানা যায়নি।
সোমবার (২৯ নভেম্বর) রাতে শহরের রিভারভিউ কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে ডিউটি অফিসারকে জানায় কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে রিভারভিউ কমপ্লেক্সে গেলে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় কিশোরদের গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ কিশোরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪টি ধারালো ছোড়া উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন,‘স্থানীয়দের পিটুনিতে কিশোররা আহত হয়েছে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা কেন এসব অস্ত্র নিয়ে এসেছে কিছুই জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৫ কিশোরকে ধারালো ছোরা সহ আটক করা হয়েছে। তারা কেন অস্ত্র নিয়ে এসেছে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, ‘তাৎক্ষনিক তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ধারালো অস্ত্র নিয়ে এমন কিশোরদের থানার সামনে এসে অপরাধ কার্যক্রমের ঘটনা ছড়িয়ে পরলে পুরো শহরের ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় । অনেকেই বলেছেন, থানা লাগোয়া রিভরভিউ কমপ্রেক্সে অস্ত্র নিয়ে এই কিশোররা যদি অপরাধ করার সাহস করতে পারে তাহলে পুরো নগরীতে কি অবস্থা বিরাজ করছে তা সহজেই অনুমান করা যায় । এ তেকে পরিত্রাণের পথ কি ?








Discussion about this post