শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে ধর্মীয় মর্যাদায় পালিত হয় যার মধ্যে দিয়ে দেবীপক্ষ শুরু।
বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে চন্ডিপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা মহালয়ার পার্বণ শ্রাদ্ধ পালন করা হয়। আগামী ২১ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত দেবীর পূজা অনুষ্ঠিত হবে।
বিশুদ্ধ লোকনাথ পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গা দোলায় (দুলনা) মর্ত্যলোকে আসবেন এবং গজে (হাতি) চড়ে আবারো কৈলাশ পর্বতে স্বামীগৃহে ফিরে যাবেন।
আগামী ২১ অক্টোবর পঞ্চমী তিথিতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। ২২ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পরম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা, দেবীর দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের, ২৩ অক্টোবর মহাসপ্তমী, ২৪ অক্টোবর মহাষ্টমী ও কুমারী পূজা, ২৫ অক্টোবর মহানবমী এবং ২৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই বর্ণিল উৎসব।
সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে শুরু হয় চন্ডিপাঠ এবং দেবী দুর্গার পূজার ঘট স্থাপান করা হয়। মহালয়ার সময় ঘোর অমাবস্যা থাকে। তাই বুধবার রাতে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় দেবী দুগার পূজা। বৃহস্পতিবার থেকেই শুরু দেবীপক্ষের। দুর্গাপূজার দিন গণনা এ মহালয়ার দিন থেকে শুরু হয়।
এছাড়াও বিভিন্ন পূজা মন্ডপে মহালয়া উপলক্ষ্যে মাইকে চন্ডিপাঠ ও বিভিন্ন ধর্মীয় সঙ্গীত বাজানো হয়। দিনটি উপলক্ষে নিতাইগঞ্জ প্রজন্ম প্রত্যাশা ও লক্ষী নারায়ণ আখড়াসহ সকল পূজা মণ্ডপে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ বলদেব জিউর আখরায় পঙ্কজ চক্রবর্ত্তী জানান, ভোর ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহালয়া উপলক্ষ্যে সকালে পূজা মন্ডপে পূজার ঘট বসানো পরে চন্ডিপাঠ হয়। রাতে পূজা হবে।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মন্দিরের প্রতিমা কারিগর তারক নাথ দাস জানায়, এখন প্রতিমার দোআঁশ মাটির কাজ করা হয়ে গেছে। মহালয়ার পূজার পর থেকে প্রতিমার রঙয়ের কাজ শুরু করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি রঞ্জিত মন্ডল জানান, ‘শুভ মহালয়া দুর্গামায়ের নিজ ধামে আগমনী বার্তা চারদিকে ছড়িয়ে পরে। ভক্তরাও উৎফুল হয়ে পরে মাকে বরণ করার জন।









Discussion about this post