নিজস্ব প্রতিবেদক
দুদুক কর্মকর্তার পরিচয়ে চাঁদাবাজী করতে এসে স্থানীয় জনতা ইমরান হোসেন হায়দার (৪২) কে আটক করে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার রাত ১১টায় ফতুল্লার ওয়াবদাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরান হোসেন হায়দার (৪২) ফতুল্লার হাজীগঞ্জ এলাকার শাহ আলমের ছেলে।
জানা যায়, ফতুল্লার ওয়াবদাপুল এলাকার মৃত মালেক সরকারের ছেলে প্রিন্ট ব্যবসায়ী নাদির সরকারের কাছে প্রায় সময় ইমরান হোসেন হায়দার(৪২) নিজেকে দুদকের এএসআই পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করতেন।
দেড় মাস পূর্বে আটক ইমরান হোসেন হায়দার তার দুই সহোযোগি সানজিল ও সেলিম কে সঙ্গে নিয়ে এসে নাদির সরকারের নিকট জানায় যে, তার বিরুদ্ধে দুদুকে অভিযোগ জমা পরেছে।তারা তদন্তে এসেছে এবং মোটা অংকের টাকা দাবী করে। সে সময় তারা থেকে ২০হাজার টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে আরো দুই লাখ টাকা দাবী করে।কিন্তু তাদের বিষয়ে সন্দেহ হলে স্থানীয় প্রশাসন সহ দুদকে খোজ নিয়ে জানতে পারেন যে দুদুক কর্মকর্তা পরিচয়দানকারীরা একটি প্রতারক চক্র।
রোববার রাত ১১ টার দিকে দাবীকৃত ২ লাখ টাকার নিতে এলে স্থানীয়বাসী ফকিরা গার্মেন্টসের ২ নং গেইট থেকে ইমরান হোসেন হায়দার কে আটক করে গনধোলাই দিয়ে আটকে রেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ সময় অবস্থার বেগতিক দেখে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় সহোযোগি সানজিল ও সেলিম। এ ঘটনায় নাদির সরকার বাদী হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। তিনি জানান মামলা পক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post