নারায়ণগঞ্জ শহরের কালীবাজার থেকে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ মো. সাকিবুল ইসলাম (২০) নামে এক তরুণকে আটক করেছে র্যাব ।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬ হাজার ৬০ পিস নকল সিগারেট জব্দ করা হয়।
বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় র্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
র্যাব জানায়, কালীবাজার এম চাঁন মার্কেট-এর মোহাম্মদিয়া স্টোরের ভেতর সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদেশ্যে অবস্থান করছে জানতে পরে ওই স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এলাকার অনেকেই জানায়, এই সাকিবুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ এমন চোরাই কারবারের সাথে জড়িত থাকলেও এতোদিন পুলিশকে নিয়মিত মাসোয়ারা দিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো বলেই অপরাধীরা এতোদিন ছিলো ধরা ছোয়ার বাইরে। এই অপরাধীরা আটক হলেও এদের ছাড়াতে তৎপর রয়েছে একটি চক্র ।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।









Discussion about this post