নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ডা.সেলিনা হায়াত আইভীর নির্বাচনী প্রচারণায় নতুন ভোটারদের হাত থেকে । আবাল-বৃদ্ধ-বনিতার পদচারণায় মুখরিত সদ্য সাবেক মেয়র চিকিৎসক সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন গণসংযোগ।
জেলা আওয়ামীলীগ নেতা নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি ৷
এর আগে ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশন তাকে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেয় ৷
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পাঠানটুলি থেকে বিভিন্ন পাড়া-মহল্লায় হেঁটে হেঁটে সাধারণ মানুষের সাথে কথা বলছেন ৷ এ সময় এলাকাবাসী আইভীকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান৷ আইভীর গণসংযোগে অংশ নিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ’ মানুষ ৷ এ সময় নতুন ভোটারগণ চিকিৎসক আইভীর হাতে ফুল দিয়ে নানাভাবে অভিনন্দন জানান ।









Discussion about this post