নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড, কালীরবাজার,বঙ্গবন্ধু সড়কের একাধিক এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসত। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ,বিপিএম(বার), পিপিএম(বার) এর প্রত্যক্ষ নির্দেশনায় জুয়ার আসরে নারায়ণগঞ্জ জেলা ডিবির একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে ।
উক্ত এলাকায় একাধিক ফ্ল্যাট বাড়িতে অবৈধ কার্যকালাপের বিরুদ্ধে বিশেষ অভিযান চলে। উক্ত অভিযান অদ্য ১২/০২/২০১৯ খ্রিঃ সন্ধ্যা ০৬ঃ০০ হইতে রাত ০৯ঃ২০ পর্যন্ত কয়েকভাগে বিভক্ত হয়ে পরিচালিত হয়। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ শহরের ০৫ নং ঘাট এলাকা, কালিরবাজার, বঙ্গবন্ধু সড়কের আশে পাশের এলাকায় এবং সাইনবোর্ড এলাকায় বিভিন্ন জুয়ার আসর হইতে, ৪০ জন কে গ্রেফতার , এবং ৩ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া সাইনবোর্ড এলাকার শাপলা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকালাপের জন্য ৩ জন মহিলা সহ মোট ১০ জন পুরুষ আটক করা হয়।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ,বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় বলেন তিনি অন্যায়,অসামাজিক কার্যকালাপ এবং জুয়া মুক্ত নারায়ণগঞ্জ উপহার দেবেন নারায়ণগঞ্জবাসীকে। ইতিমধ্যেই তিনি মাদক, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। পুলিশ সুপারের এ অভিযান অব্যাহত থাকবে।
এমন সাড়াসী অভিযানের ঘটনায় নারায়ণগঞ্জের সর্বত্র জেলা পুলিশ সুপার হারুন অর রশিদকে সাধুবাদ ও অভিনন্দনের ঝড় উঠেছে । অনেকেই এমন অভিযানের সময় পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেয় ।









Discussion about this post