এনএনইউ রিপোর্ট :
নির্বাচনোত্তর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, নারায়ণগঞ্জকে বাসযোগ্য করতে আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা তা করবো। মাদকমুক্ত, যানজট মুক্ত, হকার মুক্ত, ঝুট সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাই । এরই মধ্যে আমাদের কাছে খবর আছে কিছু কাউন্সিলর ও প্রভাবশালীরা ভুমদিস্যুতা করে আসছে । আমাদের কোন পুলিশ সদস্য যদি এমন অপরাধের সাথে যুক্ত থাকে তবে তার এই জেলায় থাকার সুযোগ নাই ।
আজ বৃহস্পতিবার ১০ জানুয়ারি দুপুরে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জেলা পুলিশ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন হুসিয়ারী দেন পুলিশ সুপার হারুন অর রশিদ।
হারুন অর রশিদ আরো বলেন, অনেক সময় থানায় অভিযোগ করতে আসে না , সাহস করে না তাদের বিষয়ে আমাকে অবহিত করবেন আমি কঠোর হস্তে ব্যবস্থা নেব । অবৈধ ঝুট সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য গার্মেন্টস সেক্টরকে তথাকথিত কোন শ্রমিক নেতা অশান্ত করে তোলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ।
ইতিমধ্যে ভূমি দস্যুদের তালিকায় সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরের নাম এসেছে, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল করে জোরপূর্বক তাদেরকে উচ্ছেদ ও নির্যাতন করার অভিযোগ এসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নাগরিক সেবা নিশ্চিত করতে এ সব সমস্যা সমাধানের ব্যাপারে পুলিশ সুপার নারায়ণগঞ্জের সংসদ সদস্যসহ জন প্রতিনিধিদের কাছে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সর্বস্তরের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান।
পুলিশ সুপার হারুন অর রশিদ আরো জানান, আজ থেকেই নগরীর সব ফুটপাত হকারমুক্ত করতে এবং সড়কগুলোকে যানজটমুক্ত করতে জেলা পুলিশ অভিযান শুরু করেছে।
চাষাড়া শহীদ মিনারে সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমনার সিদ্দিকী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ।
পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন শেষ করার সাথে সাথেই চাষাড়া শহিদ মিনার সংলগ্ন ফুটপাতের দখলদারদের উচ্ছেদ করা হয় । একই সাথে কয়েকটি অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয় ।









Discussion about this post