নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটের একটি নির্ভরশীল সূত্র জানান, মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনসহ ৪৫ জনকে ভর্তি করে শতভাগ ব্যান্ডেজ করা হচ্ছে । এদের মধ্যে ৩৮ জনের অবস্থা মারাত্মক
হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
ঘটনায় গুরুতর দগ্ধ মুসুল্লীদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে দ্রুত কমপক্ষে ২৫ জনকে ঢাকায় প্রেরণ করেছেন জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বিপুল। ডাঃ বিপুল নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন দগ্ধ মুসুল্লীদের অবস্থা আশংকাজনক।
এমন ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার সকল ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও বিস্ফোরণ কি এসি থেকে নাকি অন্য কোন উৎস থেকে হয়েছে তার খোজ নেয়া হচ্ছে ।









Discussion about this post