নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিনের ফেসবুক আইডি ক্লোন করা হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন। ডিসি মো. জসিম উদ্দিন তাঁর পূর্বের কর্মস্থল পাবনার পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার এবং র্যাব-১১ কে বিষয়টি অবগত করেছেন। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) জেলা প্রশাসক তার ফেসবুক আইডি থেকে এ ঘটনা নিশ্চিত করেছেন।
ডিসি মো. জসিম উদ্দিন তার ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন- ‘শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, এই আইডি হুবহু নকল করে অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রতারক। মেসেঞ্জারে বিভিন্ন প্রকার কথোপকথন করছে এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, পুলিশ সুপার নারায়ণগঞ্জ,পুলিশ সুপার পাবনা, র্যাব-১১ সহ সংশ্লিষ্টদের জানিয়েছি। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’
উল্লেখ্য প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে ব্যবহারকারীর নাম ও প্রোফাইলের ছবি কপি বা নকল করে নতুন একটি অ্যাকাউন্ট খোলে দুর্বৃত্তরা। ওই অ্যাকাউন্টের সঙ্গে আসল অ্যাকাউন্টের পার্থক্য সহজে ধরা যায় না। অ্যাকাউন্ট তৈরির পর ব্যবহারকারীর ছদ্মবেশে বন্ধু ও পরিবারের লোকজনকে বন্ধু হওয়ার আমন্ত্রণ (ফ্রেন্ড রিকোয়েস্ট) জানায়। এমনকি ফেসবুকে চ্যাটও শুরু করে। একপর্যায়ে অর্থ চেয়ে বসে।









Discussion about this post