দুই মাস ১০ দিন কারাবাসের পর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
রনির আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মশিউর রহমান রনির বিরুদ্ধে সব মামলায় আদালত জামিন দিয়েছেন। সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’
এর আগে, গত ২১ আগস্ট রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এরপর তাকে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার করা তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।









Discussion about this post