এবার সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারী কেলেংকারীর ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে ।
৩ এপ্রিল সোনারগাঁয়ে রিসোর্ট কেলেংকারীর ওই ঘটনায় নিজ দলের কর্মীদের দিয়ে ব্যাপক তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় এমন আবেদন করা হয়েছে ।
মঙ্গলাবার ২০ এপ্রিল গোয়েন্দা ইন্সপেক্টর এনামুল হক মোল্লা সোনারগাঁ থানার দায়ের করা ৭(৪)২১ নং মামলায় রিমান্ডের আবেদন করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন আগামী ২৮ এপ্রিল রিমান্ড শুনানীর দিন ধার্য করেন ।
রিমান্ডের আবেদনের বিষয়টি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী ।
জানা গেছে, শনিবার ৩ এপ্রিল বিকেলে মামুনুল হক সোনারগাঁও রয়েল রিসোর্টে আসেন। তখন সঙ্গে একজন নারী ছিল। ওই সময়ে বিষয়টি দেখতে পায় সোনারগাঁওয়ের গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যম কর্মী দের সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগ নেতা সোহাগ রনি উপস্থিত হয়ে রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে উপস্থিত হলে মাহমুনুল হক অপ্রস্তুত অবস্থায় রিসোর্ট ও তার সাথের নারী ফেলে পালানোর চেষ্টা করেন । এরপর জনতা ও পুলিশের হাতে আটক নারী সহ মামুনুল হককে ছিনিয়ে নিয়ে ব্যাপক তান্ডব চারায় হেফাজত নেতাকর্মীরা ।
এমন নারী কেলেংকারীর ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক তান্ডবের ঘটনায় বুধবার (৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানায় দুই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এছাড়া এক সংবাদকর্মীকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় আরও একটি মামলা হয়েছে।
ওই ঘটনা ছাড়াও অসংখ্য মামলার ঘটনায় মামুনুল হক কে রবিবার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতারের পর সোমরার ১৯ এপ্রিল হেফাজত ইসলাম নামক সংগঠনটির নেতা মামুনুল হককে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল হক। শুনানি শেষে মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী সাত দিনই রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন।
রাজধানী মোহাম্মদপুর থানার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে নারায়ণগঞ্জ আদালতে হাজির করে মামুনুল হকের রিমান্ড শুনানী করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের উপ পরিদর্শক কামাল হোসেন ।
উল্লেখ্য, শনিবার ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্ট থেকে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ জনতা ও পুলিশের হাতে আটকের পর তাকে ছিনিয়ে নিয়েছে সমর্থকরা । এমন ছিনিয়ে নেয়ার ঘটনা ছাড়াও নানা অপরাদের খবর বেড়িয়ে আসে মামুনুল হকের বিরুদ্ধে । যা এখন টক অব দ্যা কন্ট্রি ।









Discussion about this post