নারায়ণগঞ্জ শহরের সদর থানার গেইট সংলগ্ন রিভারভিউ মার্কেটে ডাকাতির উদেশ্যে ধারালো অস্ত্রসহ ঘোরাফেরা করার সময় ৫ যুবককে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ ঘটনায় মঙ্গলবার ৩০ নভেম্বর মো: আব্দুল খালেক বাদী ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।
এর আগে ২৯ নভেম্বর সোমবার রাতে শহরের রিভারভিউ কমপ্রেক্স থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, শহরের গোপচর বড় মসজিদ এলাকার মৃত শাহজাহানের ছেলে সুজন ওরফে বুলেট (২৫), শহরের পাইকপাড়া এলাকার মো: জাকিরের ছেলে আল আমিন (২১), বন্দর থানার বাবুপাড়া এলাকার মৃত শরিফের ছেলে আদর (২০), বন্দর কলাগাছিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রোহান (২০) ও শহরের নলুপাড়া এলাকার মৃত লিটন মিয়ার ছেলে নাঈম (১৯)।
মামলা সূত্রে জানা গেছে, বাদী নয়ামাটি এন আর ফ্যাশন নামে একটি হোসিয়ারী শ্রমিক। সে চা খাওয়ার জন্য রাত ১০ টার দিকে বন্ধুদের নিয়ে রিভারভিউ মার্কেটের সামনে বড় সিড়ির সামনে দাড়ায়। এমন সময় দেখতে পায় ৮ থেকে ১০ জন লোক বিভিন্ন দোকানগুলো সন্দেহ জনকভাবে টার্গেট করছে। এমন সময় আমি ও আমার বন্ধুরা মিলে দোকানদারের সঙ্গে নিয়ে তাদের আটক করি। পরে তাদের কথা বার্তা সন্দেহ হয়। তাদের সঙ্গে থাকা সাদা ব্যাগে কি আছে জানতে চাইলে ছুরি বের করে আমাদের উপর হামলা করে। তখন সবাই মিলে তাদের আটক করে পুলিশে সোর্পদ করি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে ডিউটি অফিসারকে জানায় কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে রিভারভিউ কমপ্রেক্ষে গেলে স্থানীয়রা তাদের আটক করে। এসময় কিশোরদের গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ কিশোরকে আটক করে। তাদের কাছ থেকে ৪টি ধারালো ছোড়া উদ্ধার করা হয়।’ তিনি আরো বলেন, ‘স্থানীয়দের পিটুনিতে কিশোররা আহত হয়েছে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।









Discussion about this post