জাতীয় সংসদ উপ-নির্বাচন-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট কারটচুপি, ভোট ডাকাতি ও ভোট কেন্দ্র দখল করার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ মাগরিব নগরীতে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছ মোল্লা, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুমন মিয়া, সহ-ধর্মবিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, সাইফুল ইসলাম বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হোসেন লিয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মনির মল্লিক, ফজলুল হক, মনির, সেলিম, মহানগর বিএনপি নেতা আল-আরিফ, মানিক বেপারী, সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।









Discussion about this post