নারায়ণগঞ্জে হরতাল চলাকালীন সময়ে সহিংসতার অভিযোগে মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ২০ এপ্রিল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা ৫ মামলার মধ্যে একটি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু জানান, আমরা মুফতি বশির উল্লাহর রিমান্ড বাতিল চেয়ে আদালতে জামিন আবেদন করেছিলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। পরে আদালত শুনানী করে জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সাথে আমরা বয়স বিবেচনায় জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলাম। আদালতে সেই আবেদন মঞ্জুর করেনি।
এর আগে ১৩ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন বাড়ী থেকে মুফতি বশির উল্লাহকে আটক করেছিল পুলিশ। এরপর তাকে সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।









Discussion about this post