নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন।
চাষাঢ়ার বালুর মাঠ এলাকার অ্যাপোলো ক্লিনিকে বুধবার দুপুর আড়াইটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন বরিশালের মো. রাজিব ও নারায়ণগঞ্জের বন্দর এলাকার মো. হৃদয়। তাদের মধ্যে রাজিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ক্লিনিকের নার্সরা জানান, দুপুরে প্রসূতিদের অপারেশন থিয়েটারের পর্যবেক্ষণ রুমে বিকট শব্দ হয়। সেখানে গিয়ে দেখা যায় দুজন ওয়ার্ড বয়ের শরীর পুড়ে গেছে। তাদের ক্লিনিকের চতুর্থ তলার একটি কক্ষে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ক্লিনিকের ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, ওই পর্যবেক্ষণ রুমে অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত করছিলেন ওই দুই ওয়ার্ড বয়। সিলিন্ডারের সঙ্গে বৈদ্যুতিক মিটার সংযোগ করতে গিয়ে বিস্ফোরণ হয়। অক্সিজেনের প্রেশার অথবা লিকেজের কারণে এমন হয়েছে।
সে সময় কোনো রোগী ওই কক্ষে ছিলেন না। ক্লিনিকের লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।









Discussion about this post