সদর উপজেলায় জালকুড়ির ঝুটপট্টিতে চারটি ঝুটের গুদামে আগুন লেগেছে।
আজ সোমবার রাতে উপজেলার জালকুড়ি ঝুটপট্টি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যম কে বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ঝুটের গোডাউনে আগুন লেগেছে বলে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
ঝুট ব্যবসায়ী মাহবুব ইসলাম বলেন, ‘হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেই। তবে কীভাবে আগুন লেগেছে জানি না। আমি আমার ঝুটের গোডাউন তালা দিয়ে বের হয়ে দেখতে পাই একটি গোডাউনে আগুন জ্বলছে। মুহূর্তে পাশের আরও তিনটি গোডাউনে আগুন ছড়িয়ে পরে। এখানে অর্ধশতাধিক গোডাউন রয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেলেও প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।









Discussion about this post