শহরের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে মোস্তফা হাওলাদার নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে নগরীর গলাচিপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মোস্তফা কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে। পেশায় ডিপ টিউবওয়েলের ঠিকাদার।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশেক ইমরান জানান, গতকাল সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে গলাচিপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরির্দশণ করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী। ইতমধ্যে অপরাধ তদন্ত সংস্থ্যা (সিআইডি) একটি দল স্থানটিতে ক্রাইম সিন দিয়ে ঘিরে রেখে তদন্ত করছে।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তার শরীরের পিছন দিকে লালচে দাগ লক্ষ করা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।









Discussion about this post