শহরের কালিরবাজার চারারগোপ এলাকার ফলের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সাভির্সে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রলে আনে।
সোমবার ( ৫ জুলাই ) দুপুরে অগ্নিকান্ডে আড়তে ২টি ফলের আড়তের দোকানের মালামাল পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে।
নারায়ণগঞ্জ ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান টুটুল জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ব্যবসায়ী ওসমান ও ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেনের দু’টি ফলের আড়ৎদার দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহত হয়নি।
আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষনিক শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতে থাকি পরে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মধ্যে থাকা ফল গুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া নগদ টাকা ছিলো সেগুলো পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।








Discussion about this post