সন্ধ্যার পর থেকেই দেশের বৃহৎ ব্যবসায়ী সংগঠন বিজেএমইএ পরিচিত সভা উপলক্ষে শহরের বংগবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাবে আসতে থাকেন অতিথিবৃন্দ । ক্লাবের ভিতরে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রাখার ব্যবস্থা না থাকায় বংগবন্ধু সড়কের একাংশ আমন্ত্রিত অতিথিদের গাড়ি দখল করায় তীব্র যানজটের কবলে পরে নগরবাসী ।
এমন যানজটের কারণে একদিকে ক্লাবের নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, সার্জেন্ট ও কন্সস্টেবলদের অক্লান্ত পরিশ্রম করতে দেখা যায় ।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচন (২০২১-২৩) কেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়৷ এ সময় উপস্থিত ছিলেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ ও বিজেএমইএ এর সাবেক দশ সভাপতি উপস্থিত ছিলেন৷
তারা পোশাক শিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে সম্মিলিত পরিষদের পক্ষে ভোট প্রার্থনা করেন৷
সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান৷
বক্তব্য রাখেন বিজেএমইএ’র সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, মোস্তফা গোলাম কুদ্দুস, কাজী মনিরুজ্জামান, কুতুবউদ্দিন আহমেদ, আব্দুস সালাম মোর্শেদী, সফিউল ইসলাম মহিউদ্দিন, মোস্তফা গোলাম কুদ্দুস, বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক, সাবেক সভাপতি ফজলুল হক, বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ৷
বক্তারা বলেন, করোনার এই কঠিন সময়ে শিল্প খাতকে এগিয়ে নিতে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। আগামী দিনের সম্ভাব্য বাধাবিপত্তি ঠেলে এগিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখার জন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন৷ এ কারণে সম্মিলিত পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন৷
এই প্যানেলের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম৷ তিনি উপস্থিত প্যানেলের প্রার্থীদের দুই হাত তুলিয়ে ব্যবসায়ীদের ২৪ ঘন্টা সেবা দেওয়ার শপথ করান৷
এর কিছুক্ষণ পূর্বে আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদে নির্বাচনে অংশ নেওয়া ৩৫ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এই প্যানেলের সমন্বয়কারী আব্দুস সালাম মোর্শেদী৷ সভাপতির বক্তব্যে সেলিম ওসমান এই প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সকল ভোটার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান৷
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিজিএমইএর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৪ এপ্রিল রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।
এমন যানজটের বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা দায়িত্ব পালনকালে বলেন, ঢাকার মেয়র আতিকুল ইসলাম কে স্কট করে নারায়ণগঞ্জ ক্লাবে প্রবেশ করাতে গিয়েও ধকল সইতে হয়েছে । আর এখন রাত ১১টা দেখেন কি যানজট । জন ভোগান্তি ছাড়াও আমরা রাস্তায় দাড়িয়ে কি পরিমাণ গালি হজম করতেছি তা দাঁড়িয়ে দেখেন । এতো বিড় অনুষ্ঠান করার আগে সব কিছুই চিন্তা করতে হয় । যা আয়োজকরা চিন্তাও করেন নাই কি ভোগান্তি হচ্ছে ।









Discussion about this post