মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিট কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলি থেকে বিজয় র্যালী করে চাষাঢ়া বিজয় স্তম্ভে এসে এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মশিউর রহমান শান্ত, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রাকিব আহমেদ রিয়াদ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাওন ভূঁইয়া শাকিল, সদস্য সচিব আকিব হাসান, তারাব পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কাজী রাজনকে, সদস্য সচিব করা হয়েছে আনিসুর রহমান নাবিরকে ও আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মামুন মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন শেষে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় মশিউর রহমান রনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনে আমরা বহু ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতা যুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। তার নেতৃত্বে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছি গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করার জন্য।









Discussion about this post