বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তাই করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার ২৪ মার্চ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধ্যা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা এবং একই সঙ্গে মোট ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, জালকুড়ি, চাষাড়া মোড়, মদনপুর, দিগু বাজারসহ শহরের বিভিন্ন স্থানের গণপরিবহনে, রেস্টুরেন্টে, কমিউনিটি সেন্টার এবং বাজারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দরা হলেন, মোহাম্মদ তারেক হাওলাদার, আব্দুল জব্বার, মাহমুদা মাসুম, আজিজুর রহমান, আসমা সুলতানা নাসরিন, হাসান বিন মোহাম্মদ আলী, কামরুল হাসান মারুফ, মাহমুদা জাহান এবং মেহেদী হাসান ফারুক।
নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”









Discussion about this post